ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইনজুরি নিয়ে যা বললেন সালাহ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ৯ জুন ২০১৮ | আপডেট: ১৭:০৭, ১০ জুন ২০১৮

সম্প্রতি স্প্যানিশ পত্রিকা মার্কার সঙ্গে এক সাক্ষাৎকারে মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ তার ‘স্বপ্ন ভঙ্গের’ সেই মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন। সেই মুহূর্তটি ছিল গত মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধের ইনজুরি। এর পর তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। সেই ঘটনা নিয়ে এতোদিন নিজে কিছু না বললেও শেষ পর্যন্ত এই সাক্ষাৎকারে তিনি তা তুলে ধরেন।

তিনি বলেন, ইনজুরি নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রায় মাঝপথে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার সেই মুহূর্তটি ছিল আমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বাজে একটি মুহূর্ত। 

এ সময় সালাহ বলেন, আমি ভাবতে শুরু করেছিলাম, আমি হয়তো বিশ্বকাপ মিস করবো, এটা ছিল ভয়ানক ব্যাপার। 

বিশ্বকাপে কোয়ালিফাই সম্পর্কে সালাহ বলেন, ২৭ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে আমরা বেশ গর্বিত। আমাদের জন্য বিশ্বকাপে কোয়ালিফাই হওয়া মানে স্পেনের বিশ্বকাপ জয়ের সমান।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে ইনজুরি থেকে সেরে উঠতে অক্লান্ত পরিশ্রম করছেন সালাহ।

অবশেষে মিশরের কোচ হেক্টর কুপার তাদের সমর্থকদের জন্য সুখবর দিয়ে জানান, বিশ্বকাপে থাকছেন মোহাম্মদ সালাহ।

এমএইচ/এসি 

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি